দ্য ওয়াল ব্যুরো: ৩৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় পুরস্কার হাতে পেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। 'জওয়ান'-এ তাঁর অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ভক্তমহল ও সহকর্মীরা যখন অভিনন্দনে ভাসাচ্ছেন কিং খানকে, তখনই একাংশের দাবি, এই সম্মান তাঁর ‘স্বদেশ’-এর মতো ছবির জন্য প্রাপ্য ছিল, ‘জওয়ান’-এর জন্য নয়।
এই বিতর্কের মাঝেই শাহরুখের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা ও 'শাক্তিমান' খ্যাত মুকেশ খান্না। স্পষ্ট ভাষায় জানালেন, “শাহরুখের এই পুরস্কার প্রাপ্য। এই নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত।”
#REL