দ্য ওয়াল ব্যুরো: ফের মাদক পাচারের (Drug Smuggle) ছক বাংলায় (West Bengal)। ফের গ্রেফতারি (Arrest)। মাত্র কয়েকদিন আগে কলকাতায় হেস্টিংস থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে। উদ্ধার হয় প্রচুর পরিমাণ মাদক। সোমবার সাফল্য পেল বারুইপুরে পুলিশ (Baruipur Police)। তাঁদের তৎপরতায় ধরা পড়ল বিপুল পরিমাণ মাদক।
গত রবিবার আমতলা রোডের টংতলা এলাকায় ডাক্তারের স্টিকার (Doctor Sticker) লাগানো একটি ব্যক্তিগত গাড়ি আটক করে পুলিশ। তল্লাশিতে গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় প্রায় ১৭০ কেজি গাঁজা। বাজেয়াপ্ত করা হয়েছে কিছু নগদ অর্থ (Cash) ও পাঁচটি মোবাইল ফোনও।
#REL