দ্য ওয়াল ব্যুরো: ‘মার্ডার’, ‘জহর’, ‘জন্নত’, ‘গ্যাংস্টার’, ‘অক্সর’, ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’— একের পর এক হিট ছবির মাধ্যমে বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন ইমরান হাশমি। তবে তাঁর নামের সঙ্গে যে তকমাটি সবচেয়ে বেশি জুড়ে গিয়েছে তা হল—‘কিসার কিং’। এই প্রসঙ্গে পুরনো এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘‘এটা আমি বুঝে গেছি যে ‘সিরিয়াল কিসার’ তকমাটা এখন আমার সঙ্গে এমনভাবে মিশে গেছে, যে তা নিয়ে আর তর্ক করার মানে হয় না।’’