দ্য ওয়াল ব্যুরো: "স্বপ্ন পূরণে কখনও দেরি হয় না"—এই কথাটা যতই বইয়ের পাতার মতো মনে হোক, বলিউড অভিনেতা বোমান ইরানি তাঁর জীবন দিয়ে সেটাই সত্যি করে দেখিয়েছেন। ১৪ বছরের টানা সংগ্রাম, ওয়েটারের চাকরি, নামকিন-বিস্কুট বিক্রি—সবটাই পার করে অবশেষে ৪২ বছর বয়সে সিনেমায় পা রাখেন তিনি। আজ তিনি এমন এক অভিনেতা, যাঁর পরিশ্রম, প্রতিভা ও নিষ্ঠা বলিউডে আলাদা করে স্বীকৃতি পেয়েছে।