তিয়াষ মুখোপাধ্যায়
স্মার্টফোন বা স্মার্টওয়াচ শুধু ফিটনেস ট্র্যাকার নয়, এখন তারা হয়ে উঠছে আমাদের স্বাস্থ্যরক্ষার অন্যতম সহচর। হাঁটাহাঁটি, ওয়ার্কআউট বা ঘুমের সময় পরিমাপের বাইরেও এই স্মার্ট ডিভাইসগুলির আজ এক নতুন পরিচয়—হৃদ্রোগের ঝুঁকির পূর্বাভাস দেওয়া! কিন্তু সত্যিই কি ECG বা ECHO ছাড়াই হার্ট ফেইলিওরের মতো জটিল সমস্যা আগাম চিহ্নিত করতে পারে এই গ্যাজেটগুলি?