দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল শুক্রবার ৮ অগস্ট বর্ষপূর্তি বাংলাদেশের মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের। বৃহস্পতিবার সরকারের বারো মাসের বারো সাফল্য তুলে ধরেছন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
ফেসবুকে প্রেস সচিব এক নম্বর সাফল্য হিসাবে দেশে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি পেশ করেছেন, যা নিয়ে বাংলাদেশে রাজনৈতিক মহল ও মিডিয়ার একাংশের দ্বিমত আাছে। শফিকুলের কথায়, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে শান্তি ও আইনশৃঙ্খলা ফিরে আসে, যা প্রতিশোধ ও বিশৃঙ্খলার চক্র বন্ধ করেছে বলে উল্লেখ করেছেন তিনি।