দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমা কি হারিয়ে যাবে অন্য ভাষার জাঁকজমকে? নিজের রাজ্যে, নিজের ভাষার ছবি যদি থিয়েটারে স্থান না পায়, তবে কীসের আত্মসম্মান!
বাংলা ছবি কি আজও লড়াই করে টিকে থাকবে, নাকি মাথা উঁচু করে ফিরবে নিজের জায়গায়? সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েই এবার এক হয়েছিলেন টলিউড তারকারা। দেব, প্রসেনজিৎ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত, শিবপ্রসাদ, নিসপাল রানে, ঋতুপর্ণা—সবার কণ্ঠে একটাই সুর—বাংলা ছবির অস্তিত্বের লড়াই এখন ভাষা ও সংস্কৃতির যুদ্ধ!
#REL