দ্য ওয়াল ব্যুরো: রাজগীরে সোমবার ছিল উৎসব… গোলের উৎসব। এশিয়া কাপে (Asia Cup 2025) পুল পর্বের শেষ ম্যাচে ভারতীয় হকি দল ঝড় তুলল। কাজাখস্তানকে উড়িয়ে দিল ১৫-০ গোলে (India vs Kazakhstan)। ঝলসে উঠলেন অভিষেক (৪ গোল), সুকজিৎ সিং (৩ গোল), যুগরাজ সিং (হ্যাটট্রিক)। পরিসংখ্যানের খাতায় নিখুঁত জয়, আত্মবিশ্বাসের তেজও ঠিকরে বেরল। তবু চোখা প্রশ্ন অস্বস্তি জাগাল—এই গোলবন্যা কি যথেষ্ট? আসল লড়াই এখনও বাকি? নাকি এখন থেকেই শুরু?
সুপার ফোরই অগ্নিপরীক্ষা