দ্য ওয়াল ব্যুরো: লম্বা দেহ। দীর্ঘ কাঁধ। সুঠাম শরীরে গোয়ানিজ ছাঁদ স্পষ্ট। মাঝমাঠে দাঁড়িয়ে। হাতে স্টিক। চাহনিতে ঝরে পড়ছে তীক্ষ্ম পর্যবেক্ষণ, অখণ্ড মনযোগ। যেন সবুজ ঘাসের প্রতিটি শিরা-উপশিরা চিনে ফেলেছেন।
আবার মনের অন্য একটা কোণে খোঁচা মারছে প্রশ্ন: জীবন কি কেবল সাদা কোট আর স্টেথোস্কোপে বাঁধা থাকবে? হাতে ডাক্তারি ডিগ্রি। কিন্তু দু’চোখে স্বপ্নের মাঠ সবুজে সবুজ।