দ্য ওয়াল ব্যুরো: আজকের দিনটি কেমন কাটবে—এই প্রশ্ন আমাদের প্রায় সবার মনেই ঘুরপাক খায়। অনেকেই এর উত্তর খোঁজেন রাশিফল বা জ্যোতিষে, আবার অনেকেই খুঁজে নেন উত্তর সংখ্যাতত্ত্বে, অর্থাৎ নিউমেরোলজিতে। এই প্রাচীন বিশ্বাস অনুযায়ী, আমাদের জন্মতারিখ থেকেই নির্ধারিত হয় এক বিশেষ সংখ্যা—জন্মসংখ্যা, যা আমাদের ব্যক্তিত্ব, সিদ্ধান্ত, এমনকি দৈনন্দিন দিনের ওঠানামার দিকও নির্ধারণ করে দিতে পারে।
সংখ্যাতত্ত্ব কী এবং এর উৎস কোথায়?