দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কবৃদ্ধির ঘোষণার প্রেক্ষিতে আজ, শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সঙ্গে বাণিজ্যকে কেন্দ্র করে এই সিদ্ধান্তে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতায় এ যেন এক হঠাৎ ধাক্কা।
গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারত-সহ কিছু দেশের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। এর আগে তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে ২৭ অগস্ট থেকে।
#REL