দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফের দাবি করলেন, পাকিস্তানের সঙ্গে সংঘাত প্রশমনে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তিনি চাপ দিয়েছিলেন। ট্রাম্প বলেন, যদি পরিস্থিতি আরও খারাপ হতো তবে ওয়াশিংটন বাণিজ্য চুক্তি আটকে দিত এবং ভারতীয় পণ্যের উপর শুল্ক এতটাই বাড়ানো হত যে 'মাথা ঘুরে যেত।'
মঙ্গলবার সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, 'আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলছিলাম। উনি একটা টেরিফিক লোক। আমি তাঁকে বললাম— তোমাদের আর পাকিস্তানের মধ্যে কী হচ্ছে? ঘৃণার মাত্রা ছিল ভয়াবহ।'