দ্য ওয়াল ব্যুরো: গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আহান পান্ডে ও অনিত অভিনীত রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’। মুক্তির পর থেকেই ছবিটি যেন রেকর্ড ভাঙার মেশিনে পরিণত হয়—টানা হলফিল করে ভিড় জমায় তরুণ প্রজন্মের প্রেমিক-প্রেমিকারা। কিন্তু প্রশ্ন উঠছে, এই ছবির কি আসছে দ্বিতীয় পর্ব?
পরিচালক মোহিত নিজেই দিলেন উত্তর। সম্প্রতি ফরিদুল শাহরিয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা পুরোপুরি প্রযোজকদের সিদ্ধান্ত। আমাকে অনেকে সিক্যুয়েলের জন্য চেনেন ঠিকই, কিন্তু আমার বিশ্বাস, কোনও ক্লাসিক ছবির দ্বিতীয় সংস্করণ তৈরি হলে তার বিশেষত্ব হারিয়ে যায়।"
#REL