দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) দিয়েছিল ইডি (ED)। তবে তাতে রাজভবন (Rajbhavan) অনুমোদন না দেওয়ায় আদালতে তা গৃহীত হয়নি। কিন্তু বুধবার সেই জট কাটল। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল (Governor)। আর এরপরই বড় নির্দেশ দিল ইডি-র বিশেষ আদালত (ED Court)।