দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ৯ অগস্ট। গত বছর এই দিনেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Case) চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক ডাক্তারি চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে জানা গিয়েছিল, ধর্ষণের পর খুন করা হয় তাঁকে। ওই ঘটনার এক বছর পরেও প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, এই অভিযোগে আগামিকাল নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে নাগরিক সমাজ।
যার জেরে নবান্ন এবং সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হতে পারে। এমন সম্ভাবনা মাথায় রেখে ইতিমধ্যেই নবান্নমুখী একাধিক রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা শুরু করল পুলিশ প্রশাসন (Police preparations)।
#REL