দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সরূপকাঠি বাজারে বৃহস্পতিবার বিকেলে টাকা-পয়সা নিয়ে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, মুরগির দোকানদার গোবিন্দ মণ্ডল এক দেনাদারের কানের অংশ কামড়ে ছিঁড়ে নেন (Bites off debtors ear)। শুক্রবার পুলিশ এই তথ্য জানায়।
ঘটনাটি ঘটে বিকেল পাঁচটার দিকে। স্থানীয় সূত্রে খবর, গোবিন্দ মণ্ডল দেনাদার হিমাদ্রি বর্মনের কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে তর্কাতর্কি শুরু হয়। কিছুদিন আগে বর্মন ওই টাকা ধার নিয়েছিলেন বলে জানা যায়। কথা কাটাকাটি মুহূর্তেই হাতাহাতিতে গড়ায়।