দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের দোরগোড়ায় দাঁড়িয়ে অনেকেই জানতে চাইছেন নতুন বছর তাঁদের জীবনে কী আনতে চলেছে। প্রেম, কর্মজীবন, অর্থ কিংবা ব্যক্তিগত ভাগ্যে আসন্ন বছরের প্রভাব বোঝার একটি সহজ সূত্র মেলে সংখ্যাতত্ত্বের মাধ্যমে। সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, জন্মতারিখ এবং চলতি বছরের যোগফল মিলে নির্ধারিত হয় ব্যক্তিগত বর্ষ সংখ্যা, যা এক বছরে মানুষের জীবনে সম্ভাব্য পরিবর্তন ও সুযোগের ইঙ্গিত দেয়।