দ্য ওয়াল ব্যুরো: দর্শকরা অজয় দেবগনের ‘সন অফ সর্দার ২’ এবং সিদ্ধার্থ চতুর্বেদীর ‘ধড়ক ২’-এর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করলেও, সেই উত্তেজনা বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। একই দিনে মুক্তি পাওয়া এই দুই সিক্যুয়েলের মধ্যে শুরু থেকেই ছিল তীব্র প্রতিযোগিতা। তার ওপর, তখনই মোহিত সুরির ‘সাইয়ারা’ বক্স অফিসে জমিয়ে রাজত্ব করছিল।
১৪ অগস্ট থেকে মুক্তি পেয়েছে আরও দুটি বড় ছবি ‘ওয়ার ২’ ও ‘কুলি’, যা প্রতিযোগিতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ‘সন অফ সর্দার ২’ ও ‘ধড়ক ২’-এর ১৩তম দিনের আয়ের রিপোর্ট সামনে এসেছে। দেখে নেওয়া যাক কোন ছবি এগিয়ে, আর কে পিছিয়ে।
#REL