দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে আলগা মাটি। মন্দিরবাজারে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। ঘুমের মধ্যে প্রাণ হারালেন এক মহিলা ও তাঁর দুই সন্তান। কেঁদে কুল পাচ্ছে না পরিবার।
বৃহস্পতিবার রাতের খাবার সেরে মাটির বাড়িতেই ঘুমিয়েছিলেন রোজকারের মতো, বৃহস্পতি কর্মকার (৪৩) ও তাঁর দুই মেয়ে, শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)। গভীর রাতে হঠাৎই ঘরের দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মারা যান তিনজন। আশপাশের লোকজন কোনও শব্দ পেলেও ঘটনাটি কতটা ভয়ঙ্কর, তা বুঝতে পারেননি।
#REL