দ্য ওয়াল ব্যুরো: কনভেন্ট স্কুলে হিন্দি বর্ণমালার চার্টে ইসলামি ধর্মীয় উদাহরণ ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। অভিযোগ, বেবি কনভেন্ট স্কুলের অধ্যক্ষ আই এ কুরেশি শিশুদের জন্য এমন চার্ট বিতরণ করেছেন, যেখানে লেখা ছিল- ‘ক মানে কাবা, ম মানে মসজিদ, ন মানে নামাজ’।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখিয়ে অধ্যক্ষকে ঘেরাও করেন। স্থানীয় হিন্দু সংগঠনগুলিও চার্টটি নিয়ে আপত্তি জানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
#REL