দ্য ওয়াল ব্যুরো: উঁচু ক্লাসে উঠতে হলে 'কুমারীত্বের প্রমাণ' (virginity certificate) দিতে হবে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক মাদ্রাসার (madrasa) বিরুদ্ধে এমন একটি অভিযোগ প্রকাশ্যে এসেছে। ঘটনাটি সামনে আসার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
১৩ বছরের একটি কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদ (moradabad madrasa controversy) শহরের একটি মাদ্রাসা অভিযুক্ত যে তারা এক কিশোরীর বাবা-মাকে মেয়ের ‘ভার্জিনিটি সার্টিফিকেট’ (কৌমার্য প্রমাণপত্র) জমা দিতে বলেছিল, তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার শর্ত হিসেবে।