দ্য ওয়াল ব্যুরো: পুলিশের লাঠির পর এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ!
শনিবার নবান্ন অভিযানের (Nabanana Abhijan) মিছিলে যোগ দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভয়া (আরজি করে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর)-র মা (Treat Abhaya's mother)। অভিযোগ, অভিযানের সময় পুলিশ তাঁকে মাথায় লাঠি মেরেছে, শাঁখা ভেঙে দিয়েছে, পিঠে আঘাত করেছে এবং ফেলে দিয়েছে। অভিযোগ করেছেন, “পুরুষ আর মহিলা পুলিশ দু’জনেই মেরেছে। আমার শাঁখা ভেঙে দিয়েছে। পিঠে লেগেছে। ফেলেও দিয়েছে।” একইসঙ্গে তাঁর স্বামীকেও মারধর করা হয়েছে বলে দাবি। যদিও কলকাতা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
#REL