দ্য ওয়াল ব্যুরো: গত তিন বছরে (২০২২-২০২৪) দেশের বিভিন্ন এইমস থেকে মোট ৪২৯ জন চিকিৎসক পদত্যাগ করেছেন। সংসদে কেন্দ্র জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠান ছেড়ে এঁরা বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছেন। সর্বাধিক ৫২ জন চিকিৎসক ছেড়েছেন এইমস দিল্লি, যা একসময়ে নতুন ডাক্তারদের কাছে ছিল স্বপ্নের গন্তব্য। ওয়াকিবহল মহলের মতে, এই সংখ্যা স্পষ্ট করে দিচ্ছে, দেশের অন্যতম সেরা মেডিক্যাল প্রতিষ্ঠানের কঙ্কালসার চেহারা।
দিল্লির বাইরে, এইমস ঋষিকেশ থেকে ৩৮, রায়পুর থেকে ৩৫, বিলাসপুর থেকে ৩২, মঙ্গলাগিরি থেকে ৩০ ও ভোপাল থেকে ২৭ জন চিকিৎসক পদত্যাগ করেছেন।
#REL