দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর অনুদান (Durga Puja Donation) মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিনের শুনানিতে স্পষ্ট জানানো হল, পুজো কমিটিগুলি গত বছরের খরচের হিসেব দিলে তবেই অনুদান পাবে। কিন্তু সেই হিসেব না দিলে অনুদান দেওয়া যাবে না বলে স্পষ্ট করা হয়েছে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে।