দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার (Primary 32000 Job Cancellation) শুনানি ছিল। তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফে যুক্তি দেওয়া হয়েছে, নিয়ম না মানলেই সেটা দুর্নীতি হয়ে যায় না। অবৈধ আর্থিক লেনদেন হয়েছে তা প্রমাণ করতে হবে। পর্ষদের বক্তব্য, এখানে কোনও আধিকারিক টাকা নিয়ে চাকরি দিয়েছেন এই ধরনের প্রমাণ নেই। আবার কোনও আধিকারিক আর্থিক লেনদেন করছেন, সে রকম প্রমাণও মেলেনি এখনও।