দ্য ওয়াল ব্যুরো: আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) পরপর দু’দিনে দুটি বাঘিনীর মৃত্যু (Tigress Death) হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এই আকস্মিক মৃত্যুর কারণ জানতে একটি তদন্ত কমিটি (Investigation Team) গঠন করা হয়েছে। বৃহস্পতিবারই আলিপুর পশু হাসপাতালে মৃত বাঘিনী দুটির ময়নাতদন্ত (Postmortem) হবে।
এই ঘটনায় ইতিমধ্যে ৩ জন পশু চিকিৎসককে নিয়ে একটি টিম বানানো হয়েছে যারা এই ময়নাতদন্ত করবেন। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি (Videography) করা হবে বলে সূত্রের খবর।