দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে (Salt Lake) আইনজীবীর উপর হামলার (Attack On Advocate) ঘটনায় রাজ্যের (State Govt) কাছে বিস্তারিত রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। শুক্রবার ফের এই মামলার শুনানি (Hearing) হবে বলে জানিয়েছে আদালত।
মামলাকারীর পক্ষে আইনজীবী অনিন্দ্য লাহিড়ী আদালতে জানান, “আমার মক্কেলের উপর হামলা করা হয়েছে। যে সময়ে ঘটনা ঘটে, আইনজীবীর ছেলে বাবাকে ফোন করে ডাকে। তখন তিনি চেম্বারে ছিলেন। সেখান থেকে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।”