দ্য ওয়াল ব্যুরো: আদালতের রায়ে বড় স্বস্তি প্রাথমিক শিক্ষকদের (Primary TET)। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের রায় সামনে আসতেই শিক্ষক মহলে উচ্ছ্বাস। তাঁরা বলছেন, আমরা কলঙ্ক মুক্ত হলাম।