দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ-এর (Durand Cup) সূচনা হল বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রতিযোগিতার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister, Mamata Banerjee)।
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে আজ, বুধবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতার বিরোধিতা করে সরাসরি মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১টা নাগাদ কলেজ স্কয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। যার নেতৃত্ব দেবেন মমতা।
দ্য ওয়াল ব্যুরো: একই দিনে উল্টো রথ ( Ulto Rath) ও মহরম (Muharram)। ফলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিঘায় রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((Chief Minister Mamata Banerjee)।
বুধবার নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন তিনি। শুধু দিঘা নয়, উল্টোরথ ও মহরম ঘিরে রাজ্যের কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিধায়ক, মন্ত্রীদের এলাকায় থেকে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের (Newtown) সিলিকন ভ্যালিতে অচিরেই গড়ে উঠতে চলেছে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস-এর প্রথম পর্যায়ের বিশ্বমানের অফিস ক্যাম্পাস (TCS campus)। বিশ্বমানের এই প্রযুক্তি সংস্থাকে মঙ্গলবার প্রথম পর্যায়ের কাজ শুরু করার প্রয়োজনীয় অনুমোদন দিল নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ)।
দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে!
সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে তামান্না খাতুন নামে ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: তুলসী গাছ (Tulsi tree, ) নিয়েও রাজনীতি? মহেশতলার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করে পরোক্ষে পদ্মশিবিরকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, "ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি হচ্ছে, তা আসলে হিন্দু ধর্মকেই অপমান করছে।"
#REL
মমতার বক্তব্য, “তুলসী কয় রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মীও আছেন, নারায়ণও আছেন। সব জায়গায় তুলসী হয় না, সম্মানের সঙ্গে করতে হয়।”
দ্য ওয়াল ব্যুরো: গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন (Digha Jagannath temple) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee)। এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নবান্নে (Nabanna) রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
দ্য ওয়াল ব্যুরো: রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত খিদিরপুরের বাজার (Khidirpur)। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সোমবার বিকেল পর্যন্ত পকেট ফায়ারিং রয়েছে। সোমবার দুপুরে বিধানসভা থেকে খিদিরপুরের ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেন ( announced financial assistance to the affected shops)।
দ্য ওয়াল ব্যুরো: দিঘা জগন্নাথ ধামে পবিত্র স্নান যাত্রা দিয়ে রথযাত্রা উৎসবের আধ্যাত্মিক সূচনা হল। গত এপ্রিলে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রথযাত্রার পুজোয় থাকছে তাঁর বাড়ির গাছের আম, কাঁঠালও। জগন্নাথদেবের উদ্দেশে নিবেদন করা ছাপ্পান্ন ভোগে তা নিবেদন করা হবে দুপুরে।
পবিত্র স্নান যাত্রা উৎসবের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে আসবেন। মন্দিরের দক্ষিণ পাশে অর্থাৎ ডান দিকে স্নান যাত্রা উৎসব উপলক্ষে এক বিশেষ বেদি তৈরি করা হয়েছে, যেখানে তাঁদের মহাস্নান সম্পন্ন হবে বলে জানা গেছে।