দ্য ওয়াল ব্যুরো: আশাকর্মী (Asha workers) থেকে অঙ্গনওয়াড়ি (Anganwadis), রাজ্যের প্রতিটি স্বাস্থ্য ও সমাজসেবার নেপথ্য যোদ্ধার মুখে এ বার হাসি ফোটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। কালীপুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ঘোষণা করলেন, রাজ্যের সব আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। উদ্দেশ্য, তাঁদের আরও ভাল কাজের উৎসাহ দেওয়া এবং প্রয়োজনীয় স্মার্ট ফোন কেনায় সাহায্য করা।