দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে চিকিৎসাক্ষেত্রে নতুন দিগন্ত। কলকাতার এসএসকেএম (SSKM, Kolkata) হাসপাতালেই খুলতে চলেছে রাজ্যের প্রথম ‘বোন ব্যাঙ্ক’ বা হাড়ের ব্যাঙ্ক (Bones , donated)। সূত্রের খবর, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই আধুনিক পরিকাঠামোর।
অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ, এই হাড় ব্যাঙ্ক চালু হলে দুর্ঘটনা, হাড়ের ক্যান্সার বা অন্য কোনো কারণে হাড় হারানো রোগীদের পুনর্গঠনমূলক অস্ত্রোপচারে নতুন সম্ভাবনা তৈরি হবে (a new ray of hope for cancer patients)।
#REL