দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, রবিবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা (Marathon Race)। সেই কারণে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় শনিবার রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবির দুপুর পর্যন্ত বন্ধ থাকবে রেড রোডে (Red Road) যান চলাচল। এছাড়াও বেশ কয়েকটি রাস্তায় পুরোপুরি বা আংশিকভাবে ট্রাফিক বন্ধ রাখা হবে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১১টা থেকে রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে (Red Road Traffic)। এই নিষেধাজ্ঞা থাকবে রবিবার দুপুর ১টা বা ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ প্রায় ১৪ ঘণ্টা ওই রাস্তায় কোনও গাড়ি ঢুকতে পারবে না।