দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল 'সাইয়ারা' ছবির সাফল্য উৎসব। তারকারা হাজির ছিলেন উৎসবের রঙিন মঞ্চে, তবে সবার নজর কাড়ল ছবির দুই মুখ্য অভিনেতা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার এক আবেগঘন মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পার্টিতে আহান স্নেহভরে আনীতের কপালে চুমু খাচ্ছেন। এই দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বাস সামলাতে পারেননি।
OMG THE WAY AHAAN KISSED ANEET'S FOREHEAD SO CASUALLY IM NOT OKAY pic.twitter.com/wMvxRGvEy0