দ্য ওয়াল ব্যুরো: যোগ্যতা পর্ব থেকে উঠে এসে মাস্টার্সের মুকুট। আর প্রতিপক্ষ নিজেরই মামাতো ভাই! এমন রূপকথা টেনিসে শেষ কবে দেখা গেছে?
সাংহাই মাস্টার্সের (Shanghai Masters 2025) ফাইনালে ২৬ বছরের ভ্যালেন্টিন ভাশেরট (Valentin Vacherot) লিখে দিলেন অসম্ভব এক গল্প। মোনাকোর এই অখ্যাত কোয়ালিফায়ার হারালেন আর্থার রিন্ডারখনেশকে (Arthur Rinderknech)—৪–৬, ৬–৩, ৬–৩ সেটে। আর তাতেই তৈরি হল ইতিহাস—এত তলার র্যাঙ্ক (২০৪) থেকে আগে কখনও কোনও খেলোয়াড় মাস্টার্স ১০০০ ট্রফি জেতেননি!