অমল সরকার
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন দেশবাসীকে ‘অচ্ছে দিন’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিছুদিনের মধ্যেই দেশবাসী টের পেয়েছিল, সেটা বিজেপির মস্তবড় ধাপ্পা ছিল। কালো টাকা উদ্ধার করে বিলনো দূরে থাক, উল্টে গত এগারো বছরে আমাদের কষ্টার্জিত কোটি কোটি টাকা দেশের বাইরে চলে গেছে।