দ্য ওয়াল ব্যুরো: মানুষটি সব সময়েই সরল উচ্চারণে বিশ্বাসী, রসিকতায় অকপট, তবু কথার ধার এতটাই টানটান, যে আঘাত লেগে যায় শোনার পরেও। সেই শিলাজিৎ মজুমদার রবিবার সন্ধেয় চুপচাপ বেরিয়ে পড়েছিলেন শহরের এক নামকরা প্রেক্ষাগৃহে—‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিটি দেখতে। টিকিট বাছাই করে, মোটা দামের আসন কেটে, ভেবেছিলেন—আরামে বসে নিরিবিলিতে ছবি দেখবেন। কিন্তু তিনি কি আদৌ সেই শান্তির স্বাদ পেয়েছিলেন? তাঁর বক্তব্য, প্রেক্ষাগৃহের ভেতরে যা ঘটেছে, তা ছবির নয়—বরং দর্শকের ‘পারফরম্যান্স’! সেই অভিজ্ঞতা নিয়েই এক দীর্ঘ পোস্টে ক্ষোভ, বিস্ময় আর হতাশার সঙ্গমে তিনি লিখলেন নিজের দেখা-শোনা।
#REL