দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত। এবার কলকাতা পুরসভা (Kolkata Municipality) এলাকায় আধকাঠা বা তারও কম জমিতে বাড়ি তৈরি করার ছাড় দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধন করা হল বিল্ডিং রুলস (New buildings Rules)। নতুন নিয়মে ৫০০ স্কোয়ার ফিট জায়গাতেও বাড়ি তৈরির অনুমতি মিলবে (Allow construction)।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এত দিন পর্যন্ত ছোট জমিতে বাড়ি করার পরিকল্পনা অনুমোদন দিতে পারছিল না পুরসভা। নিয়মে হাত বাঁধা ছিল। সেই বাধা এবার কাটল। আধকাঠা বা তার চেয়েও ছোট জায়গাতেও আমরা প্ল্যান স্যাংশন দিতে পারব।”
#REL