দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে (Durga Puja) জবর দখল উচ্ছেদে তৎপর হল কলকাতা পুরসভা (Kolkata Municipality) এবং কলকাতা পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার ওয়েলিংটনের মুখ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত রফি আহমেদ কিদওয়াই রোডের (Rafi Ahmed Road) দুই ধারে থাকা ঝুপড়ি এবং হকার স্টলগুলি উচ্ছেদ করল কলকাতা পুরসভা।
ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিশ ও পুরসভার আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও হকাররা। তবে বিক্ষোভ উপেক্ষা করেই চলে ভাঙচুর।
#REL