দ্য ওয়াল ব্যুরো: এ যেন জরিমানার সোনার ডিম! জরিমানার বিনিময়ে বেআইনি নির্মাণকে বৈধতা দিয়ে (Fines for illegal construction) চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই সাড়ে ৩৪ কোটির বেশি আয় করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)।
মূল বিল্ডিং প্ল্যানে না-থাকে সিঁড়ির নীচে ঠাকুরঘর, ছাদে এক চিলতে ঘর, প্ল্যানের বাইরে বাড়তি ব্যালকনি—এইসব ‘মাইনর ডেভিয়েশন’ বা নামমাত্র বিচ্যুতি রেগুলারাইজ করার বৈধ সুযোগ পুরসভার নিয়মেই রয়েছে। আইন সংশোধনের পর ছাড় আরও বেড়েছে। ফলে বহু অবৈধ নির্মাণ এখন মোটা জরিমানা দিয়েই বৈধতার ছাপ পাচ্ছে।
#REL