দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতাকে (Kolkata) আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে (Kolkata garbage-free) এবার নতুন পথে হাঁটল কলকাতা পুরসভা (Kolkata Municipality)।
দৈনন্দিন বর্জ্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বিনে ফেলার অভ্যাস তৈরি করতে সাধারণ মানুষকে গানের মাধ্যমে সচেতন করার উদ্যোগ নিলেন পুর কর্তৃপক্ষ। শহরের প্রতিটি ব্যাটারি-চালিত বর্জ্য সংগ্রহের গাড়িতে বাজবে বিশেষভাবে তৈরি সচেতনতামূলক গান (Song)। গানের সুরে সুর মিলিয়ে মানুষকে বর্জ্য সঠিকভাবে ফেলার অনুরোধ— এমনই অভিনব ভাবনায় পরিষেবা আরও কার্যকর করতে চাইছে পুরসভা।
#REL