দ্য ওয়াল ব্যুরো: যানজটে (Traffic Congestion) নাজেহাল শহরবাসীর দীর্ঘদিনের অভিযোগ এবার শোনার চেষ্টা পুরসভার (Kolkata Municipality)। প্রয়োজনের তুলনায় রাস্তাঘাট কম, তার উপর বাড়ছে জনঘনত্ব— ফলে ব্যস্ত সময়ে রাস্তায় নিত্য যানজট (Kolkata Multiple Roads)। তার সঙ্গে যুক্ত খন্দপথের বিপদ। এই পরিস্থিতি পালটাতেই কলকাতা পুরসভা শহরজুড়ে একাধিক রাস্তা চওড়া ও সংস্কারের পরিকল্পনায় নেমেছে (Major Initiative)।
মেয়র ফিরহাদ হাকিমের ভাষায়, “পুলিশকে জানানো হয়েছে কোন কোন রাস্তা খারাপ, তার তালিকা দিতে। সেই অনুযায়ী আমরা সংস্কার করব। কয়েকটি রাস্তায় পেভার ব্লকও বসানো হবে।”
#REL