দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৪ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুর পর্যন্ত কমিশনের তথ্য যা হিসাব দিচ্ছে, তাতে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার ৬৭২ জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত ভোটারদের নাম বাদ তো আছেই, তাছাড়াও নানা কারণে ১৬ তারিখের খসড়া তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে। যাদের মধ্যে রয়েছে স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য।
কমিশনের দেওয়া তথ্য বলছে