দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহার থেকে ফের গুরগাঁওমুখী শ্রমিক (Gurgaon Worker) পরিবার। প্রায় ৩৫টি পরিবার ২৫টি অটো নিয়ে রওনা হয়ে শনিবার ভোরে পৌঁছলেন হরিয়ানায় (Haryana)। বাংলায় (West Bengal) সংসার চালানোর মতো রোজগার নেই, তাই ভিনরাজ্যে গিয়েও ‘বাংলাদেশি’ (Bangladeshi) বলে নিগ্রহের আশঙ্কা সত্ত্বেও কাজের খোঁজেই ফিরতে বাধ্য হলেন তাঁরা।
জাফর আলি, কপাশিয়ার বাসিন্দার কথায়, “এক মাস বাড়ি ছিলাম। কিন্তু ইটাহারে দিনে ২০০ টাকার বেশি আয় হয়নি। অথচ গুরগাঁওতে দিনে অন্তত ১,০০০ টাকা রোজগার করি। তাই আবার ফিরেছি।’’