দ্য ওয়াল ব্যুরো: পরেশ রাওয়াল। খ্যাতনামা বলিউড অভিনেতা। শুধু তাই নয় যিনি রাজনীতিতেও সক্রিয়। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সদস্য। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকারের আমলে আহমেদাবাদ পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিতও হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে সুপরিচিত এবং মোদীর নেতৃত্বের প্রতি প্রকাশ্যে একাধিকবার প্রশংসা করেছেন। শুধু তাই নয় সাংসদ হওয়ার পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং বিজেপির প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছেন।