দ্য ওয়াল ব্যুরো: অনশনে বসে অসুস্থ হয়ে পড়েছেন একেরপর এক চাকরিহারা শিক্ষক (SSC Job Deprived Teachers)। একমাত্র মহিলা অনশনকারী শুভ্রা ঘোষ প্রায় অচেতন অবস্থায় আরজি কর হাসপাতালে (RG Kar) ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একমাত্র দৃষ্টিহীন অনশনকারী শিক্ষক রবীন্দ্রনাথ সাহা (Rabindranath Saha)। তাঁকেও আরজি করেই ভর্তি করা হয়েছে।