দ্য ওয়াল ব্যুরো: বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) চালু হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে রাজ্যের সব রাজনৈতিক দলকে নিয়ে চলতি মাসের শেষেই বিশেষ বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর।
কমিশন সূত্রে খবর, ভোটারদের সুবিধার্থে এবার প্রতিটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বুথ সংখ্যা ৮০ হাজার ৬০০ থেকে বাড়িয়ে প্রায় ৯৫ হাজার করা হতে পারে। সর্বদলীয় বৈঠকে আরও অনেক বিষয়ের সঙ্গে এ ব্যাপারেও আলোচনা হতে পারে।