দ্য ওয়াল ব্যুরো: সল্টলেক ও কেষ্টপুরের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে রেলিংয়ে ধাক্কা গাড়ির। মুহূর্তে বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় এক ডেলিভারি বয়ের। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কিছুক্ষণের মধ্যেই অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠি চার্জের চেষ্টা ও পরে কাঁদানে গ্যাসের সেল ছুড়তে বাধ্য হয় পুলিশ। বেশ কিছুক্ষণ পর জনতা পিছু হটলেও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ব়্যাফ নামানো হয়েছে।
#REL