দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-র বিধানসভা (Assembly Election) ভোটের বাকি এখনও কয়েক মাস। কিন্তু রাজনৈতিক পারদ এখনই চড়ছে মেদিনীপুর থেকে মালদহ। প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি কোনও দলই। তবে তার আগেই কার্যত নিজের প্রার্থীপদ ঘোষণা করে দিলেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় পেসার অশোক দিন্দা (Ashoke Dinda)।
রবিবার ময়নাতে বিজেপির (BJP , Moyna) বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দাঁড়িয়ে দিন্দা বলেন, “৯৯.০০৯ শতাংশ আমি-ই দাঁড়াব।” মঞ্চে তাঁর এই মন্তব্যে মুহূর্তে হাততালিতে ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা।
#REL