দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবস (Independence Day) বা প্রজাতন্ত্র দিবস এলেই যেন এক অদৃশ্য সময়সূচি মেনে শুরু হয় সেই সুর— ‘এ মেরে ওয়াতন কে লোগো’। স্কুলের প্রাঙ্গণ থেকে সরকারি অনুষ্ঠান, হাউসিং সোসাইটির উঠোন থেকে রেডিও-টিভির সম্প্রচার, যেখানেই বাজুক, মানুষের মন ছুঁয়ে যায় কয়েক মিনিটের এই গান।
এই গান তৈরি হওয়ার আগে, জাতীয় স্মৃতিতে এমন কোনও সুর ছিল না, যা একসঙ্গে শোক, গর্ব আর কৃতজ্ঞতাকে জাগিয়ে তোলে সকলের মনে। এই গানের হাত ধরে যেন দেশপ্রেমের আবেগে এক পরিবর্তন আসে, ১৯৬৩ সালের এক শীতের সন্ধ্যায়। সেদিনই লতা মঙ্গেশকর প্রথম গানটি গেয়ে শোনান সরাসরি।