শঙ্খদীপ দাস
গত ১১ বছর ধরে এই ধারা চলছে। ১৫ অগস্ট (15th August) , স্বাধীনতা দিবসে (Independence Day) লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর আমরা অনেকেই বিস্ময় বালকের মতো চেয়ে থাকি! ভাবি— আহা, বাহা, স্বাধীনোত্তর ভারতবর্ষে এমন কথা কোন প্রধানমন্ত্রীই বা বলতে পেরেছেন!